Country

1 year ago

Bay of Bengal : বঙ্গোপসাগরে ডুবে গেল মাছ ধরার ট্রলার, প্রাণে বাঁচলেন ১৭ জন মৎস্যজীবী

boat capsized in bay of bengal 17 rescued
boat capsized in bay of bengal 17 rescued

 

কাকদ্বীপ, ২৫ জানুয়ারি : বঙ্গোপসাগরে ডুবে গেল একটি মাছ ধরার ট্রলার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপ থেকে আরও প্রায় পাঁচ কিলোমিটার দূরে। ঘটনায় উদ্ধার করা হয়েছে ১৭ জন মৎস্যজীবীকে। কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রের খবর, মাছ ধরে ফেরার পথে কেঁদো দ্বীপের কাছে বেহুন্দি জালের বাঁশের গাট লেগে ট্রলারের পাটাতন ফুটো হয়ে যায়। পাটাতন ফেটে জল ঢুকে ডুবতে থাকে এফবি কেশব নারায়ণ নামে মৎস্যজীবী ট্রলারটি। ট্রলারটিতে ১৭ জন মৎস্যজীবী ছিলেন। ডুবন্ত ট্রলারের মৎস্যজীবীদের চিৎকার শুনে আশেপাশের কয়েকটি ট্রলারের মৎস্যজীবীরা ১৭ জনকে উদ্ধার করে।

মঙ্গলবার রাত ১টা নাগাদ নামখানা ঘাটে পৌঁছে যায় মৎস্যজীবীরা। মৎস্যজীবী সূত্রের খবর, কেঁদো দ্বীপের কাছে দুর্ঘটনটি ঘটে। দুর্ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি। সকলেই সুস্থ আছেন। সবাইকে উদ্ধার করে রাতেই নামখানা ঘাটে ফিরিয়ে আনা হয়েছে। ডুবন্ত ট্রলারটিকেও দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসা হচ্ছে।

You might also like!