Country

1 month ago

Nayab Singh Saini: ১০ বছরে হরিয়ানার উন্নয়নের জন্য অনেক কাজ করেছে বিজেপি : নায়াব সিং সাইনি

Nayab Singh Saini
Nayab Singh Saini

 

কুরুক্ষেত্র, ৮ অক্টোবর : বিগত ১০ বছরে হরিয়ানার উন্নয়নের জন্য অনেক কাজ করেছে বিজেপি। ভোটগণনার সকালে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা তথা বিদায়ী মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। তিনি বলেছেন, "বিজেপি সমাজের সমস্ত শ্রেণীর জন্য সততার সঙ্গে কাজ করেছে। আমাদের সরকার হরিয়ানার উন্নয়নে কাজ করে যাবে এবং বিজেপি তৃতীয়বারের মতো হরিয়ানায় সরকার গঠন করবে, বিজেপি সততার সাথে কাজ করেছে, যেখানে কংগ্রেস অনেক দুর্নীতি করেছে।"

হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং লাডওয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নায়াব সিং সাইনি মঙ্গলবার সকালে কুরুক্ষেত্রের সৈনি সমাজ ধর্মশালায় পৌঁছন। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, "আমি আত্মবিশ্বাসী যে, বিগত ১০ বছরে বিজেপি সরকারের কাজগুলির ফলস্বরূপ, আমরা তৃতীয়বার হরিয়ানায় সরকার গঠন করব। হরিয়ানায় আমাদের সরকার পরিষেবা চালিয়ে যাবে। কংগ্রেস ক্ষমতার জন্য কাজ করে, বিজেপি কাজ করে সেবার জন্য।"

You might also like!