Country

16 hours ago

Atishi: দিল্লির বাতাস ও জল দূষিত হওয়ার নেপথ্যে রয়েছে বিজেপি : অতিশী

Atishi
Atishi

 

নয়াদিল্লি, ২০ অক্টোবর : দিল্লিতে দূষণের জন্য বিজেপিকে পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, দিল্লির বাতাস ও জল দূষিত হওয়ার নেপথ্যে রয়েছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, দিল্লিতে দূষণের মাত্রা বাড়ছে। বায়ু দূষণ বাড়ছে, যার ফলে বাতাসের গুণমান খারাপ হচ্ছে। শুধু বায়ু দূষণই বাড়ছে তা নয়, সাম্প্রতিক দিনগুলিতে যমুনার দূষণও বাড়ছে। কালিন্দী কুঞ্জে ফেনা তৈরি হওয়া স্পষ্ট প্রমাণ যে যমুনায় দূষণের মাত্রা বাড়ছে। এখন দিল্লির মানুষ বায়ু ও জল দূষণ বৃদ্ধির আসল কারণ জানতে চায়। আমি সমস্ত দিল্লিবাসীকে জানাতে চাই, দিল্লির বায়ু এবং জলে দূষণের প্রাথমিক কারণ হল বিজেপির নোংরা রাজনীতি। দিল্লির সবাই জানে যে শীতের মাসগুলিতে দূষণ বৃদ্ধির একটি বড় কারণ হল খড় পোড়ানো।"

You might also like!