Breaking News

 

Country

2 weeks ago

Kunal Ghosh on Bhupatinagar issue: ভূপতিনগর কাণ্ড: এনআইএ-এর এসপির দিল্লি যাত্রা প্রসঙ্গে তোপ কুণালের

Bhupatinagar case: Top Kunal on NIA SP's trip to Delhi
Bhupatinagar case: Top Kunal on NIA SP's trip to Delhi

 

কলকাতা, ৯ এপ্রিল: বিজেপির মদতেই এনআইএ তৃণমূল নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। একটি বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে ভূপতিনগরে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। যার বিরুদ্ধে গত শনিবার থেকেই সুর চড়ান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিষয়টি নিয়ে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তারপরেই মঙ্গলবার এনআইএ-এর এসপি ধনরাম সিংকে দিল্লিতে তলব করা হয়েছে বলে দাবি কুণাল ঘোষের।

মঙ্গলবার মাইক্রোব্লগিং সাইট এক্সে তিনি লেখেন, বিজেপি-এনআইএ-এর ষড়যন্ত্র নিয়ে কড়া অবস্থান নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই এদিন এনআইএ-এর এসপি ধনরাম সিংকে দিল্লিতে তলব করা হয়েছে। তাঁর জায়গায় বিহারের পাটনা থেকে কলকাতায় এনআইএ-এর দায়িত্ব সামলাতে আনা হচ্ছে রাকেশ রোশনকে। যদিও গোটা বিষয়টি ধামাচাপা দিতেই এই পদক্ষেপ বলে সোশ্যাল মিডিয়ায় তোপ দেগেছেন কুণাল ঘোষ। তাই বিজেপি-এনআইএ-এর ষড়যন্ত্র নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন কুণাল। একই সঙ্গে এনআইএ-এর এসপি ধনরাম সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন কুণাল বাবু। যদিও কুণাল ঘোষের দাবিকে উড়িয়ে দিয়ে এনআইএ জানিয়েছে, এসপি ধনরাম সিং দিল্লিতে গিয়েছেন রুটিন বৈঠকে যোগ দিতে। তাঁকে তলব করা হয়নি।

You might also like!