West Bengal

1 week ago

Hooghly:হুগলির চাঁপদানিতে আয়োজিত রামনবমীর বিশাল শোভাযাত্রা, মিছিল আলোড়িত "জয় শ্রীরাম" জয়ধ্বনিতে

hooghly Ram Navmi rally
hooghly Ram Navmi rally

 

হুগলি, ২২ এপ্রিল : প্রতিবছরের মতো এবছরেও রামনবমীর শোভাযাত্রার ঐতিহ্য বজায় রইলো হুগলিতে। রবিবার সন্ধ্যায় হুগলির চাঁপদানিতে বের হয় রামনবমীর শোভাযাত্রা। শোভাযাত্রায় জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে সবাই "জয় শ্রীরাম" জয়ধ্বনি দেন।

শোভাযাত্রায় শ্রীরামের ভক্তদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন চাঁপদানি পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন-সহ বিশিষ্ট ব্যক্তিরা। শোভাযাত্রায় তৃণমূল নেতারাও জয় শ্রীরামের নামে জয়ধ্বনি দেন।

শ্রীরামপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসুও শ্রীরামের পূজার জন্য উপস্থিত ছিলেন এদিন। শোভাযাত্রায় অংশগ্রহণকারী রামভক্তদের উৎসাহ দেখে উচ্ছ্বসিত কবীর শঙ্কর বসু। তিনি হিন্দুস্থান সমাচারকে বলেন, “এখানে শুধু জয় শ্রীরাম জয়ধ্বনিই শোনা যাচ্ছে। সারা ভারত রামময় হয়ে উঠেছে। সবাই বলছে, যারা ভগবান রামকে প্রতিষ্ঠা করেছে, তাদেরই এবারও সরকারে ফিরিয়ে আনব।

উল্লেখ্য, মিছিলের নিরাপত্তার জন্য চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এদিন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রবিবার সন্ধ্যায় শোভাযাত্রা শুরু হয়ে চলে দীর্ঘক্ষণ। অনেক সামাজিক সেবামূলক সংস্থা রামভক্তদের সেবার জন্য শোভাযাত্রার পথের ধরে নিজেদের স্টল দিয়েছিলেন এদিন।


You might also like!