Country

1 year ago

Bharat Jodo Yatra : বানিহাল থেকে শুরু কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা; সর্বত্র কড়া নিরাপত্তা বেষ্টনী, অংশ নিয়েছেন ওমর আব্দুল্লাহ

Bharat Joro Yatra
Bharat Joro Yatra

 

জম্মু, ২৭ জানুয়ারি : প্রবল ঠান্ডা ও নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরের রামবান জেলার বানিহাল রেল স্টেশনে, ৪৪ নম্বর জাতীয় সড়ক থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। শুক্রবার সকালে ভারত জোড়ো যাত্রায় অংশ নেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। রাহুল গান্ধীর মতোই ওমর আব্দুল্লাহর পরনেও ছিল সাদা টি-শার্ট।

এদিন ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়ে ওমর আব্দুল্লাহ বলেছেন, "রাহুল গান্ধীর নেতৃত্বে এই পদযাত্রা কংগ্রেস নেতার ভাবমূর্তি ঠিক করার জন্য নয়, বরং দেশের পরিস্থিতি ও পরিবেশ পরিবর্তনের জন্য করা হচ্ছে।" ওমর আব্দুল্লাহ আরও বলেছেন, "৮ বছর হয়ে গিয়েছে, এই সময়ে জম্মু ও কাশ্মীরে কোনও ভোট হয়নি। সর্বশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। এই প্রথমবার ভোটের ক্ষেত্রে এত দীর্ঘ ব্যবধান রয়েছে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের সবচেয়ে খারাপ দিনগুলিতেও এমন পরিস্থিতি ছিল না।"

প্রসঙ্গত, ভারত জোড়ো যাত্রা শুক্রবারই কাশ্মীরে প্রবেশ করবে, বানিহাল থেকে শুরু হওয়া যাত্রা কাশ্মীরে প্রবেশের প্রাক্কালে অনন্তনাগের ভেসু এলাকা দিয়ে যাবে। কাজিগুন্দ থেকেও অনেকে ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন।


You might also like!