দেহরাদূন, ১৮ নভেম্বর : পুণ্যার্থীদের জন্য এবার বন্ধ হয়ে গেল বদ্রীনাথ মন্দিরের দরজাও। শনিবার সকালে বিশেষ পূজার্চনা ও আচার অনুষ্ঠানের পর শীতের মরসুমের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বদ্রীনাথ মন্দিরের দরজা। এর আগেই বন্ধ হয়েছে কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির। আর শনিবার বন্ধ হয়ে গেল বদ্রীনাথ মন্দির।
গঙ্গোত্রী মন্দির বন্ধ হয়েছে গত ১৪ নভেম্বর, আর ১৫ নভেম্বর বন্ধ করে দেওয়া কেদারনাথ মন্দির, ভাইফোঁটার দিন বন্ধ হয়ে গিয়েছে যমুনোত্রী মন্দিরও। শীতের মরশুমের জন্য বন্ধ হয়ে গেল বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পূজার্চনার পর এদিন সকালে বন্ধ করে দেওয়া হয় বদ্রীনাথ মন্দিরের দরজা।