Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Country

1 year ago

Draupadi Murmu : আয়ুর্বেদ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ : রাষ্ট্রপতি

Draupadi Murmu
Draupadi Murmu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  আয়ুর্বেদ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। জোর দিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের চিরাচরিত ওষুধের যোগান বাড়াতে আয়ুর্বেদ ক্ষেত্রে উদ্যোগ গ্রহণের জন্য যুব সম্প্রদায়কে উৎসাহ দিয়েছেন।  নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের অষ্টম প্রতিষ্ঠা দিবস উদযাপনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, আয়ুর্বেদ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। কিছু ব্যক্তি অন্যদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং জাল ওষুধ ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের প্রসারে টাকার অপব্যবহার করায়। এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন রাষ্ট্রপতি। দেশে শিক্ষিত আয়ুর্বেদিক চিকিৎসকের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন তিনি। রাষ্ট্রপতি আরও বলেন, গত কয়েক বছরে আয়ুর্বেদিক কলেজে ভর্তির জন্য পড়ুয়াদের সংখ্যা বাড়ছে।এই গবেষণার জন্য পরিকাঠামো উন্নয়নের ওপরও জোর দিয়েছেন তিনি। তরুণ উদ্যোগপতিদের ৫০টি স্টার্ট আপ তৈরিতে সাহায্যের জন্য এই সংস্থার প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব এবং দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা উপস্থিত ছিলেন।


You might also like!