নয়াদিল্লি, ১৯ মার্চ : ২০২৫-এর সিআরপিএফ দিবসে ভারতের সিআরপিএফ কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “এই দিনেই ১৯৫০ সালে এই বাহিনীকে রাষ্ট্রপতির পতাকা দিয়ে সম্মানিত করা হয়েছিল। এর বীরত্ব এবং আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্ম দেশপ্রেমিকদের অনুপ্রাণিত করে। জাতির জন্য জীবন উৎসর্গকারী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।” প্রসঙ্গত, ১৯৫০ সালের ১৯ মার্চ, তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীকে ‘রাষ্ট্রপতির রঙের স্বীকৃতি দেন। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা এখন সিআরপিএফ দিবস হিসেবে পালিত হয়।
Warm wishes to our CRPF personnel on #CRPFDay2025.
— Amit Shah (@AmitShah) March 19, 2025
This is the day on which the force was honored with the President's Colour in 1950. Its valor and sacrifice continue to inspire generations of patriots.
Salutations to the warriors who laid down their lives for the nation. pic.twitter.com/7QUD0my3hI