শ্রীনগর, ২৩ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সকালে শ্রীনগরে নিহতদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিহতদের পরিজনদের সঙ্গেও দেখা করেছেন অমিত শাহ। তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিজনরা। জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহাও নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন।