Country

1 year ago

Akhilesh Yadav: মধ্যপ্রদেশের উন্নয়ন নিয়ে প্রশ্ন অখিলেশের, বললেন সপা-র কৌশল হল পিডিএ

Akhilesh asked about the development of Madhya Pradesh (File Picture)
Akhilesh asked about the development of Madhya Pradesh (File Picture)

 

খাজুরাহো, ২৮ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের খাজুরাহোতে এক সাংবাদিক সম্মেলনে অখিলেশ যাদব বলেছেন, "ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অনেক বছর ধরে মধ্যপ্রদেশ শাসন করেছে, কিন্তু রাজ্য কি আদৌ উন্নতি করেছে?" মধ্যপ্রদেশের কী আদৌ প্রগতি হয়েছে, এই প্রশ্ন তোলেন অখিলেশ।

একইসঙ্গে জানিয়েছেন সমাজবাদী পার্টির কৌশল কি? তিনি বলেছেন, "আমাদের কৌশল হল পিডিএ (পিছিয়ে পড়া, দলিত, সংখ্যালঘু)। আমরা যদি এই কৌশল নিয়ে কাজ করতে থাকি, তাহলে আমরা নিশ্চিত শীঘ্রই মধ্যপ্রদেশে একটি বড় পরিবর্তন দেখতে পাব।" অখিলেশ জোর দিয়ে বলেছেন, "সমাজবাদী পার্টি আইএনডিআই জোটের সঙ্গে যেভাবে কাজ করেছে এবং আমাদের কৌশল হল পিডিএ, তা নিয়ে আমার প্রত্যাশা রয়েছে, আমরা যদি পিডিএ-কে এগিয়ে নিয়ে গিয়ে মধ্যপ্রদেশে কাজ করি, তাহলে আমার বিশ্বাস, আমরা রাজ্যে একটি বিশাল পরিবর্তন দেখতে পাব।"


You might also like!