Country

3 months ago

Kerala: শোকের আবহ কেরলে, ৪৫ জন ভারতীয়ের দেহ নিয়ে কোচি ফিরল বায়ুসেনার বিমান

Air force plane returns to Kochi with bodies of 45 Indians amid mourning in Kerala
Air force plane returns to Kochi with bodies of 45 Indians amid mourning in Kerala

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কুয়েতের বহুতল আবাসনে আগুন লাগার ঘটনায় নিহত ৪৫ জন ভারতীয়ের দেহ ফিরিয়ে আনা হল দেশে। শুক্রবার ভোরে বায়ুসেনার একটি বিমান কুয়েত থেকে কেরলের উদ্দেশে রওনা দেয়, বেলা ১১টার আগেই বিমানটি কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কেরলজুড়ে এখন শুধুই শোকের আবহ। নিহতদের শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে এসেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন। বিজেপি নেতা মুরলীধরন বলেছেন, "ঘটনার পরই প্রধানমন্ত্রী একটি উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন। ভারত সরকারের অধীনে দেশবাসীর স্বার্থ সুরক্ষিত।" কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী বলেছেন, "খুবই বেদনাদায়ক ঘটনা এটি।"

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নিহত ভারতীয় শ্রমিকদের মধ্যে অধিকাংশই কেরল এবং দক্ষিণ ভারতের অন্য রাজ্যগুলির বাসিন্দা। তাই বিমান প্রথমে কোচি বিমানবন্দরে অবতরণ করেছে। যে সকল নিহত শ্রমিকের বাড়ি উত্তর এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে, তাঁদের দেহ নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেবে বিমানটি। বিমানবন্দরেই রাখা থাকছে শববাহী অ্যাম্বুল্যান্স।


You might also like!