Country

10 months ago

NITI Aayog meeting:নীতি আয়োগের বৈঠকে আট মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি দুর্ভাগ্যজনক, জনবিরোধী: বিজেপি

Union Minister Ravi Shankar Prasad
Union Minister Ravi Shankar Prasad

 

নয়াদিল্লি, ২৭ মে  : নীতি আয়োগের অষ্টম বৈঠকে বিরোধী শাসিত আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনুপস্থিতিকে দুর্ভাগ্যজনক, দায়িত্বজ্ঞানহীন এবং জনবিরোধী বলে কটাক্ষ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে চলছে নীতি আয়োগের বৈঠক। তিনি বলেন, বিরোধী দলগুলো যে সাংবিধানিক প্রতিষ্ঠানকে অসম্মান করে, এটাই প্রমাণ।

এদিন প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, আট মুখ্যমন্ত্রী আজ নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি। দেশের উন্নয়ন ও পরিকল্পনার জন্য নীতি আয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকের জন্য ১০০টি বিষয় ঠিক করা হয়েছে, এখন যে মুখ্যমন্ত্রী আসেননি, তিনি তাঁর রাজ্যের মানুষের কথা এখানে আনছেন না। তাদের কাছে প্রশ্ন, মোদীর বিরোধিতা করতে তারা কতদূর যাবে?

তিনি আরও বলেন, বিজেপি প্রতিষ্ঠানকে সম্মান করে না বলে অভিযোগ করা হয়, তবে এই আচরণটি দেখায় যে বিরোধী দলগুলি নীতি আয়োগের মতো প্রতিষ্ঠানকে কতটা সম্মান করে। তারা সুপ্রিম কোর্ট নিয়ে মন্তব্য করে, তারা নির্বাচন কমিশন নিয়ে মন্তব্য করে। অর্থাৎ তাদের ইচ্ছা অনুযায়ী না হলে তারা সবার সমালোচনা করবে।

তিনি বলেন, বিরোধীরা নতুন সংসদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান বর্জন করে এখন উদ্বোধন বয়কট করেছে। তিনি যখন মোদী সরকারের প্রতিটি উদ্যোগের কৃতিত্ব নিতে ব্যর্থ হন না, তখন তিনি নতুন সংসদের ক্ষেত্রেও তাই করতে পারতেন।


You might also like!