Country

5 months ago

Bihar:বিহারের হাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৯ পুণ্যার্থীর, আহত বেশ কয়েকজন

9 pilgrims died due to electrocution in Hajipur
9 pilgrims died due to electrocution in Hajipur

 

হাজীপুর, ৫ আগস্ট : আনন্দ পরিণত হল বিষাদে, বিহারের বৈশালী জেলার হাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৫ জন কানওয়ার পুণ্যার্থীর। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হাজীপুরের এসডিপিও (সদর) ওমপ্রকাশ বলেছেন, "কানওয়ারিরা ডিজে নিয়ে যাচ্ছিলেন। সেই ডিজে অনেক উঁচু ছিল, যা বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।"

বিহারের বৈশালী জেলার হাজীপুর এলাকার ঘটনা। জেঠুই নিজামত গ্রাম থেকে যাত্রা শুরু করেছিলেন ওই পুণ্যার্থীরা। রবিবার তাঁদের গাড়িটি রাস্তার ধারের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। সেই সময়েই গাড়ির উপরের অংশ বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসে। মুহূর্তে ঘটে যায় দুর্ঘটনা। পুণ্যার্থীদের হাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ৯ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। হাজীপুরের মহকুমা শাসক রামবাবু জানিয়েছেন, গতরাতে বাবা হরিহর নাথ মন্দিরে জলাভিষেকের জন্য যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

You might also like!