Country

4 hours ago

Car-truck Collision in Madhya Pradesh:মধ্যপ্রদেশের সিধিতে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ৭, আহত ১৪ জন

Car-truck Collision in Madhya Pradesh
Car-truck Collision in Madhya Pradesh

 

সিধি, ১০ মার্চ : মধ্যপ্রদেশের সিধি জেলায় বোলেরো গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৭ জন। এছাড়াও ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। রবিবার ভোররাত দু'টো নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে সিধির উপনি পেট্রোল পাম্পের কাছে ৩৯ নম্বর জাতীয় সড়কের ওপর।

পুলিশ জানিয়েছে, নিহতরা মাইহার মাতা মন্দিরে যাচ্ছিলেন, সেই সময় একটি বোলেরো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সিটি কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আবার ৯ জনের অবস্থা গুরুতর।

You might also like!