Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

1 week ago

Barabanki Road Accident: উত্তর প্রদেশের বারাবাঁকিতে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত ৬, আহত দুই

Visuals from the spot
Visuals from the spot

 

বারাবাঁকি, ৪ নভেম্বর : উত্তর প্রদেশের বারাবাঁকি জেলায় ট্রাক ও গাড়ির মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু'জন। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে বারাবাঁকির দেবা পুলিশ স্টেশন এলাকায় দেবা-ফতেপুর সড়কে। পুলিশ জানিয়েছে, একটি ট্রাক ও গাড়ির মধ্যে তীব্র সংঘর্ষ হয়, এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর পাশাপাশি দু'জন আহত হয়েছেন। বারাবাঁকির পুলিশ সুপার (এসপি) অর্পিত বিজয়বর্গীয় বলেন, "গাড়িতে ৮ জন ছিলেন এবং তাঁরা গুরুতর আহত হন; তাঁদের মধ্যে ৬ জন মারা যান। আহত দু'জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। উভয় গাড়িই বিপরীত দিক থেকে আসছিল এবং মুখোমুখি সংঘর্ষ হয়।"

You might also like!