Country

1 year ago

Punjab : পঞ্জাবে শান্তি ভঙ্গের অভিযোগে ১৫৪ জন গ্রেফতার

154 people arrested for breach of peace in Punjab
154 people arrested for breach of peace in Punjab

 

চণ্ডীগড়, ২২ মার্চ  : পঞ্জাবের বেশ কিছু এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা ৷ এরই মাঝে রাজ্যে 'শান্তি ও সম্প্রীতি' বিঘ্নিত করার অভিযোগে ১৫৪ জনকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ ৷ এমনটাই জানিয়েছেন, পঞ্জাব পুলিশের আইজি সুখচেন সিং গিল ৷ তিনি বুধবার এক প্রেস বিবৃতিতে একথা জানান ৷ আইজি সুখচৈন গিল নিশ্চিত করেছেন যে পঞ্জাবের পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে রয়েছে । তাঁর কথায়, "রাজ্যের শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করার জন্য মোট ১৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে ৷"

অন্যদিকে, ঘটনার পর পাঁচ দিন কেটে গলেও এখনও অধরা অমৃতপাল সিং ৷ পঞ্জাব পুলিশ গত শনিবার থেকে অমৃতপাল সিং এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। আইজি জানান, অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার (এলওসি) এবং জামিন অযোগ্য পরোয়ানা (এনবিডব্লিউ) জারি করা হয়েছে ৷ পলাতক অমৃতপালকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে । পঞ্জাব পুলিশ এই কাজে অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থাগুলির কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছে বলে তিনি জানান ৷

You might also like!