Country

1 year ago

Gutkha : পান-গুটখার দাগ পরিষ্কার করতে বছরে খরচ ১২০০ কোটি টাকা

Gutka stains on train (Symbolic Picture)
Gutka stains on train (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারা দেশেই ছড়িয়ে রয়েছেন গুটখা-পানে আসক্তরা। এদের মধ্যে বড় একটি অংশ আবার ভারতীয় রেলের যাত্রী। ট্রেনে বসেই গুটখা চিবোতে দেখা যায়। তার বর্জ্য তাঁরা ফেলে রেলে প্ল্যাটফর্ম বা ট্রেনের গায়ে। কিছু মানুষের এই বদভ্যাসের জেরে প্রতি বছর বিপুল অঙ্কের টাকা খরচ করতে হয় ভারতীয় রেলকে।

রেল সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর রেলের গ্যালন গ্যালন জসল ছাড়াও ১২০০ কোটি টাকা খরচ হয় এই গুটখা-পানের দাগ পরিষ্কারের জন্য।অসচেতন সাধারণ মানুষের বদভ্যাসের জেরে আখেরে ক্ষতি হচ্ছে রেলের। রেল স্টেশন হোক বা ট্রেনের গায়ে গুটখা-পানের দাগ সৌন্দর্য তো নষ্ট করেই, পাশাপাশি নোংরা করে তোলে পরিবেশকে। তা রক্ষণাবেক্ষণের জন্য রেলকে নির্দিষ্ট সময় অন্তর তা পরিষ্কার করে। এবং তার জন্য বিপুল অঙ্কের টাকা খরচ করতে হয় রেলকে।ভারতেও প্রকাশ্যে পান-গুটখার পিক ফেলা নিষিদ্ধ। কিন্তু এই নিয়ম যে খুব একটা কঠোর ভাবে পালিত হয় না, তা তুলে ধরছে এই চিত্র। 


You might also like!