Breaking News
 
Kejriwal :১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী

 

Cooking

1 year ago

Barishali Ilish : সরস্বতী পুজোতে বাড়িতে ইলিশ বানাচ্ছেন? আপনার জন্য রইল বরিশালি ইলিশ-র এই রেসিপি

Barishali Ilish
Barishali Ilish

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাতে গোনা আর কটা ঘন্টা তারপরই শ্রী পঞ্চমী তিথি শুরু হয়ে যাবে। শ্রী পঞ্চমীতে বাগদেবীর আরোধনার সাথে সাথে দুই বাংলায় চলে বিভিন্ন রীতিনীতি। ওই দিন অনেকেই বাড়িতেই জোড়া ইলিশ খাওয়ার চল আছে, অনেকে আবার ওই দিন জোড়া ইলিশের বিয়েও দেন। 

ইলিশ মানেই হয় ভাজা আর না হয় ইলিশের ঝোল। ওই দিন বাঙাল বাড়িতে গুড়ো মশলা দিয়ে ইলিশ রান্না হয় না। তবে কীভাবে রান্না করবেন ইলিশের পদ? রইল বরিশালি ইলিশের রেসিপি। 


উপকরনঃ  

ইলিশ মাছ: ৬ টুকরো

কালো সর্ষে: ১ টেবিল চামচ

হলুদ সর্ষে: ১ টেবিল চামচ

নারকেল বাটা: ৪ টেবিল চামচ

টক দই: ১০০ গ্রাম

কালোজিরে: আধ চা চামচ

কাঁচা লঙ্কা: ৫টি

নুন: স্বাদ মতো

হলুদ বাটা: ১ চা চামচ

লঙ্কা বাটা: ১ চা চামচ

সর্ষের তেল: ৩ টেবিল চামচ 

প্রণালী:

মাছগুলিকে হলুদ বাটা ও নুন দিয়ে মাখিয়ে নিন। গরম জলে ১৫ মিনিট সর্ষের দানা ভিজিয়ে রাখুন। এর পর অল্প নুন দিয়ে সর্ষে বেটে নিতে হবে। এরপর একটি বড় পাত্রে সর্ষে বাটা, নারকেল বাটা ও দই ভাল করে মিশিয়ে নিন। নুন, লাল লঙ্কার বাটা, হাফ চা চামচ হলুদ বাটা, কাঁচা লঙ্কা কুচি দিতে হবে। একটা কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিন। একটু নেড়েচেড়ে এর মধ্যে এ বার ওই বাটামশলার মিশ্রণটি দিয়ে নাড়তে হবে। ভাল করে কষে গেলে গরম জল দিয়ে দিন। ঝোল ফুটতে শুরু করলে নুন-হলুদ মাখানো মাছগুলি দিয়ে প্রায় ১০ মিনিট মাঝারি আঁচে ঢাকা দিয়ে রাখুন। ঝোলটা ঘন হয়ে এলে এর মধ্যে সর্ষের তেল দিয়ে আবার পাত্রটা ঢাকা দিয়ে দিন। মিনিট তিনেক মতো রান্না করুন। এর পর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বরিশালি ইলিশ।

You might also like!