Cooking

1 year ago

Mushroom Masala Omelet Recipe:মাশরুম মাসালা অমলেট বানানোর রেসিপিটি জেনে নিন

Mushroom Masala Omelet
Mushroom Masala Omelet

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসকালে ডিম দিয়ে রুটি বা পরোটা বাঙালিদের চিরাচরিত খাবার! প্রতিদিন একইভাবে ডিম ভাজা খেতে কার ভালো লাগে, বলুন তো? প্রতিদিন সকালে  মেনুতে কী রাখা যায়, এটা নিয়ে অনেকেই চিন্তায় পরে যান!  মেনুতে একটু নতুনত্ব আনতে ও মুখের স্বাদ পরিবর্তনে মাশরুম মাসালা অমলেট বানিয়ে নিতে পারেন। এখন যেকোনো সুপারশেপেই মাশরুম কিনতে পাওয়া যায়। কম সময়ে আর খুব সহজেই এই আইটেমটি বানিয়ে নিতে পারবেন। তাহলে মাশরুম মাসালা অমলেট বানানোর পুরো রেসিপিটি জেনে নিন!

মাশরুম মাসালা অমলেট তৈরির নিয়ম

উপকরণ

মাশরুম কুঁচি- ৩ চা চামচ

ডিম– ৩টি

পেঁয়াজ কুঁচি- ২ চা চামচ

কাঁচামরিচ কুঁচি- ১ চা চামচ

ধনেপাতা কুঁচি- ২ চা চামচ

গোলমরিচের গুঁড়ো- ১/২ চা চামচ

জিরা গুঁড়ো- ১/২ চা চামচ

টমেটো কুঁচি- ২ চা চামচ

লবণ- স্বাদ অনুযায়ী

বাটার অথবা তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে একটি বড় পাত্রে ডিম ফাটিয়ে নিয়ে তাতে লবণ, গোলমরিচের গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো ও ধনেপাতা কুঁচি মিশিয়ে নিন।

২) একটি প্যানে বাটার বা তেল গরম করতে দিন। 

৩) তারপর এতে মাশরুম কুঁচি, পেঁয়াজ কুঁচি ও কাঁচামরিচ কুঁচি দিয়ে হালকা করে ভেজে নিন।

৪) ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুঁচি দিয়ে একটু নেড়েচেড়ে নিন। তারপর গোলানো ডিমের মিশ্রণটি ঢেলে দিন।

৫) ডিম ভাজির মতো করে পুরো প্যানে মিশ্রণটি ছড়িয়ে দিন ও ঢাকনা দিয়ে ঢেকে ১ মিনিট অপেক্ষা করুন।

৬) এরপর অমলেটটি সাবধানে উলটে দিন। দুইপাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিবেশন করুন 


You might also like!