Business

1 year ago

US Central Bank : অস্থিরতার মধ্যে সুদহার বাড়াল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক

US central bank raised interest rates amid uncertainty
US central bank raised interest rates amid uncertainty

 

ওয়াশিংটন, ২৩ মার্চ  : দুটি ব্যাংকে ধস নামার পর ব্যাংকিং খাতে অস্থির অবস্থার মধে আবারও সুদহার বাড়াল আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। ফেডারেল রিজার্ভ সুদের হার নতুন করে ০ দশমিক ২৫ পয়েন্ট বাড়ানোর ঘোষণা দিয়েছে।

চলতি মাসেই আমেরিকার সিলিকন ভ্যালি এবং সিগনেচার নামে দুটি ব্যাংকে ধস নামে। এ পরিস্থিতিতে নতুন করে সুদহার বাড়ালে ব্যাংকিং খাতে আরও অস্থিরতা দেখা দিতে পারে— এমন আশংকা থাকা সত্ত্বেও আবারও সুদহার বাড়িয়েছে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। ফেডারেল রিজার্ভ সুদের হার নতুন করে ০ দশমিক ২৫ পয়েন্ট বাড়ানোর ঘোষণা দিয়েছে। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক দাবি করেছে, ব্যাংকিং খাত শক্ত অবস্থানে আছে। তবে তারা সতর্ক করে বলেছে যে, যেসব ব্যাংক বন্ধ হয়ে গেছে আগামী কয়েক মাসে সেগুলোর বিরূপ প্রভাব পড়তে পারে।

ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, ফেড তার মুদ্রাস্ফীতির লড়াইয়ে মনোনিবেশ করেছে। জীবনযাত্রার ব্যয় ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে গত বছর থেকেই সুদহার বাড়িয়ে চলছে যুক্তরাষ্ট্রের ব্যাংক। কিন্তু গত বছর থেকে সুদের হারের তীব্র বৃদ্ধি ব্যাংকিং ব্যবস্থায় চাপ সৃষ্টি করেছে।

সুদহার বাড়ায় চলতি মাসেই সিলিকন ভ্যালি এবং সিগনেচার নামে দুটি মার্কিন ব্যাংকে ধস নামে। ব্যাংকগুলো যেসব বন্ড কিনে রেখেছে, আশঙ্কা করা হচ্ছে সুদহার বৃদ্ধির কারণে সেসব বন্ডের দাম কমে যাবে। এদিকে গত সপ্তাহে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক তার মূল সুদের হার ০ দশমিক ৫ শতাংশ বাড়িয়েছে। অন্যদিকে, ব্যাংক অব ইংল্যান্ড আজ তার নিজস্ব সুদের হারের সিদ্ধান্ত নেবে।

You might also like!