Breaking News
 
Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা! Tirumala Tirupati Temple: ধর্মীয় শৃঙ্খলাভঙ্গ নাকি খ্রিস্টধর্মের প্রচার? তিরুপতি মন্দিরের আধিকারিক সাসপেন্ড, উঠছে ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন! Alia Bhatt: পরিকল্পিতভাবে ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ! আলিয়ার কোটি টাকার প্রতারণা কাণ্ডে গ্রেফতার ঘনিষ্ঠ সহকারী SSC Scam: নতুন এসএসসি নিয়োগে আপত্তি, ডিভিশন বেঞ্চে গেলেন চাকরিপ্রার্থী একাংশ NRC notice to West Bengal resident: “এনআরসি চাপাতে চাইছে বিজেপি” — দিনহাটায় বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর Shamik Bhattacharya: মুখ্যমন্ত্রী পদে বিজেপির মুখ কে?শমীকের উত্তর ঘুরপাক খেল দলীয় সিদ্ধান্তে!

 

Business

1 year ago

PhonePe Launches Share.Market Platform: এবার স্টক ব্রোকিংয়ের ব্যবসায় ফোনপে

PhonePe Launches Share.Market Platform
PhonePe Launches Share.Market Platform

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শেয়ার মার্কেটে (Share Market) ব্রোকিংয়ের দুনিয়ায় এবার পা রাখতে চলেছে বিখ্যাত ইউপিআই তথা অনলাইন লেনদেন অ্যাপ ফোন-পে (Phonepe)। দীর্ঘদিন থেকেই মোবাইল রিচার্জ, ইলেকট্রিক থেকে গ্যাসের বিল পেমেন্ট, ব্রডব্যান্ড, ডিটিএইচ, কেবল টিভির বিল পেমেন্টের মতো পরিষেবা দিয়ে আসছে এই অ্যাপ। একইসঙ্গে এলআইসি-র প্রিমিয়াম, ক্রেডিট কার্ড বিল, মিউনিসিপাল ট্যাক্স দেওয়ার মতো পরিষেবা মেলে। তবে সবথেকে জনপ্রিয় ইউপিআই পেমেন্ট সিস্টেম। ওয়ালমার্টের অধীনে থাকা এই সংস্থা এবার সরাসরি নামতে চলছে শেয়ার মার্কেটের দুনিয়ায়। শনিবারই সংস্থার তরফে এই ঘোষণা করে দেওয়া হয়েছে। বাজারে এসে গিয়েছে ‘Share.Market’ নামে একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই বিনিয়োগকারীরা চাইলে যে কোন স্টক, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। 

এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে ওই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, "Share(dot)Market একটি মোবাইল অ্যাপ। এটি ওয়েব প্ল্যাটফর্ম হিসাবেও রয়েছে। মূলত খুচরা বিনিয়োগকারীদের ইন্ট্রা-ডে ট্রেড, স্টক কিনতে এবং মিউচুয়াল ফান্ড ক্রয়ে সাহায্য করবে অ্যাপটি।"

আজ অ্যাপটি লঞ্চের সময় শেয়ার(ডট)মার্কেটের চিফ এক্সিকিউটিভ অফিসার উজ্জ্বল জৈন বলেন, "আমরা Share.Market চালু করতে পেরে আনন্দিত। এটি বড় জনসংখ্যার স্কেলে পৌঁছতে পারবে বলে আমরা মনে করি। গত কয়েক বছরে আমরা বড় আকারের ইকুইটিতে বিনিয়োগের বৃদ্ধি দেখেছি। সক্রিয় ট্রেডারদের মধ্যেও বিপুল বৃদ্ধি রয়েছে। তাঁরা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ট্রেড করেন। আমরা বিশ্বাস করি Share.Market প্রযুক্তিগত দক্ষতা, নাগাল এবং দুর্দান্ত পণ্যের অভিজ্ঞতার মাধ্যমে এই বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে।"

ব্রোকারেজ চার্জ

ইকুইটি ডেলিভারি- 0.05 শতাংশের কম অথবা প্রতি অর্ডারে 20 টাকা।

ইকুইটি ইন্ট্রা-ডে - 0.05 শতাংশের কম অথবা প্রতি অর্ডারে 20 টাকা।

Share.Market প্ল্যাটফর্মের চার্জ

2024 সালের 31 মার্চ পর্যন্ত এককালীন অনবোর্ডিংয়ের মূল্য 199 টাকা। এর সঙ্গে বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

400 টাকা পর্যন্ত ট্রেডে কোনও ব্রোকারেজ দিতে হবে না।

ইন-হাউস এবং থার্ড পার্টি ওয়েলথবাস্কেটের জন্য কোনও প্ল্যাটফর্ম ফি লাগবে না।

সংস্থার অভ্যন্তরে এবং থার্ড পার্টি ওয়েলথবাস্কেটের ক্ষেত্রেও কোনও ব্রোকারেজ দিতে হবে না।

2015 সালের ডিসেম্বরে PhonePe প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এটি দেশের শীর্ষস্থানীয় পেমেন্ট অ্যাপ। কোম্পানির দাবি, তাদের রেজিস্টার করা ব্যবহারকারীর সংখ্যা 48 কোটি। কোম্পানির অফলাইন মার্চেন্টের সংখ্যা 3.6 কোটি। এছাড়াও সংস্থাটি দেশের পোস্টাল কোডের 99 শতাংশ কভার করে।


You might also like!