ফলের মধ্যে অত্যন্ত উপকারী ফল হল আনারস। শিলিগুড়ি সংলগ্ন বিধান নগরে প্রচুর পরিমাণে আনারসের চাষ হয়ে থাকে। এবারও প্রচুর চাষ হয়েছে আনারসের, অত্যাধিক ফলন, সেই কারণে বাজারে আনারসের দাম একেবারেই কমতি। এক ফল বিক্রেতা জানিয়েছেন বেশি চাষ হবার কারণে দাম বাড়েনি। তিন কিলো ওজনের আনারসের দাম অন্তত কুড়ি থেকে পঁচিশ টাকা, আবার এক কিলো ওজনের অনারসের দাম অন্ততপক্ষে দশ টাকা থেকে শুরু। বিক্রি হলেও লাভ খুব একটা হচ্ছে না যেহেতু অত্যাধিক ফলনের কারণে যোগান বাজারে বেশি রয়েছে। শিলিগুড়ির বিভিন্ন ফল বাজারে দেখা গেল আনারস। ফল বিক্রেতারা জানিয়েছেন আনারস গুলি বিধান নগর থেকেই আমদানি হয়েছে। বাজারে প্রয়োজনের তুলনায় যোগান বেশি রয়েছে। তাই বিক্রি হলেও খুব একটা লাভের মুখ দেখতে পাচ্ছেন না ব্যবসায়ীরা।