Business

1 year ago

TATA : হস্তান্তর হতে চলেছে ভারতের বৃহত্তম প্যাকেজ ড্রিকিং ওয়াটার বিসলেরির মালিকানা! কে হচ্ছে নতুন মালিক জানা আছে?

Tata consumer to buy Bisleri International for Rs 6,000-7,000 crore says Report
Tata consumer to buy Bisleri International for Rs 6,000-7,000 crore says Report

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মালিকানা হস্তান্তরিত হতে চলেছে ‘বিসলেরি ইন্টারন্যাশনালের। প্রায় ৭০০০ কোটি টাকা দিয়ে ‘টাটা কনজ়িউমার প্রোডাক্টস্ লিমিটেড’ উক্ত সংস্থাকে অধিগ্রহন করতে চলেছে।  

 সূত্রের খবর, ‘বিসলেরি ইন্টারন্যাশনাল’-এর চেয়ারম্যান রমেশ চৌহান উত্তরসূরির অভাবের কারণে আর এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না, তাই এমন সিদ্ধান্ত। এর আগেও রমেশ ‘থাম্বস আপ’, ‘গোল্ড স্পট’ ও ‘লিমকা’র মতো সংস্থাগুলি কোকো কোলার কাছে বিক্রি করে দিয়েছেন। 

চুক্তিটি শুধুমাত্র অর্থের বিষয়ে নয়। রমেশ চৌহান বলেন, ‘‘আমি জানি না যে আমি এই টাকা দিয়ে কী করব, তবে এই সিদ্ধান্তটি আমায় নিতেই হত। কেবল মাত্র টাকার জন্য নয়, আমি এমন একটি সংস্থা খুঁজছিলাম, যারা আমার সংস্থার দেখাশোনা করবে ঠিক আমার মতো করে।" 

আবেগ প্রবন রমেশ জী বলেন-‘‘বিসলেরি সংস্থাটি বিক্রির সিদ্ধান্ত বড়ই কঠিন, তবে টাটা গ্রুপ এই সংস্থার আরও ভাল করে খেয়াল রাখবে।’’ 

You might also like!