Business

10 months ago

Stock Market Update : বুধবার সামান্য পতন শেয়ার বাজারে

Stock Market Update (Symbolic Picture)
Stock Market Update (Symbolic Picture)

 

মুম্বই, ৩১ মে  : বুধবার জিডিপি ঘোষণার দিনে পতন হল শেয়ার বাজারে। সপ্তাহের দু’দিন বৃদ্ধির পর তৃতীয় দিনে মাঝারি পতন হল দালাল স্ট্রিটে। বুধবার সেনসেক্স সাড়ে ৬২ হাজারের বেশি, নিফটি রইল সাড়ে ১৮ হাজারের উপরে।

সেনসেক্স সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল ১ ডিসেম্বর ২০২২, হয়েছিল ৬৩,২৮৪ পয়েন্ট। বুধবার সেনসেক্স পড়ল ৩৪৬.৮৯ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ, বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬২ হাজার ৬২২.২৪ পয়েন্টে। এদিন নিফটি-র পতন ৯৯.৪৫ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ, দিনের শেষে নিফটি হয়েছে ১৮ হাজার ৫৩৪.৪০ পয়েন্ট। নিফটি-র ৫০টি কোম্পানির মধ্যে ১৮টিতে অগ্রগতি হয়েছে, পিছিয়েছে ৩২টি কোম্পানি।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০৬০টি কোম্পানির মধ্যে ৯৭৮টি বৃদ্ধির মুখ দেখেছে, কমেছে ৯৫৭টি কোম্পানির শেয়ার দর। এদিন ভালো বৃদ্ধি পেয়েছে ভারতী এয়ারটেল, ব্রিটানিয়া, কোটাক ব্যাঙ্ক, সান ফার্মা প্রভৃতি কোম্পানি। পিছু হটেছে অ্যাক্সিস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, রিল্যায়ান্স প্রভৃতি কোম্পানির শেয়ার দর। আদানি গোষ্ঠীর ৯টি কোম্পানির মধ্যে ৭টিরই পতন হয়েছে, অল্প বেড়েছে ২টির শেয়ার দর।

You might also like!