Breaking News
 
Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ

 

Business

2 years ago

Saraswati Puja 2023 : সরস্বতী পুজোর বাজারে আগুন, বাড়ল সবজির ও ফলের দামও

Saraswati Puja  Market Price
Saraswati Puja Market Price

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাত পোহালেই বিদ্যার দেবী সরস্বতী পুজো (Saraswati Puja) ।করোনা পরিস্থিতির পর এবার সাড়ম্বরে পুজো হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে ফলের বাজার আগুন হওয়ায় পকেটে টান পড়ছে সাধারণ মানুষ থেকে পুজো উদ্যোক্তাদের। ফল কিনতে কার্যত হিমশিম খেতে হচ্ছে।সরস্বতী পুজোর আগে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ফল।  জানা গিয়েছে, কেজি দরে ১০০ টাকার নীচে কোনও ফল নেই। এক পুজো উদ্যোক্তা বলেন, ‘এবছর ফলের  ও ফুলের বাজারে দাম অনেকটাই চড়া।ফুলের জোগান কমছে কিন্তু সরস্বতী পুজো আর বিয়ের দৌলতে চাহিদা তুঙ্গে। নিট ফল, আকাশছোঁয়া দাম করন, গাঁদা, চেরি, দোপাটি বা ডালিয়ার।জুঁইয়ের সিজন পেরলে গেলে বিকল্প হিসেবে আজকাল করনের চাহিদা বাড়ে। ফলে দামও বাড়ে। সাধারণত করন ফুলের ২০টা মালার গোছ বিক্রি হয় ১২০০ টাকায়। এ বছর অগ্রহায়ণের বৃষ্টিতে জোগান কমে ২০ মালার গোছ বিকিয়েছে ১৬০০ টাকায়। সরস্বতী পুজোয় তা ১৮০০ থেকে দু'হাজারের মধ্যে ঘোরাফেলা করার সম্ভাবনা।

টোপা কুল ১৫০ টাকা

নারকেল কুল ২০০ টাকা

আপেল, পেয়ারা ১৫০টাকা

বেদানা ২০০ টাকা

শসা ও শাঁকালু ৪০-৬০ টাকা

গোটা সেদ্ধর সবজির জন্য

ছোট বেগুন ৮০ টাকা

রাঙা আলু ৮০ টাকা

সাদা সিম  ১০০ টাকা

এক ফল ও ফুল ব্যবসায়ীর বক্তব্য, তাঁদেরও এবার বেশি দাম দিয়ে পাইকারি মূল্যে ফল আনতে হয়েছে। তাই দাম একটু বেশি।

You might also like!