Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

Business

2 years ago

Saraswati Puja 2023 : সরস্বতী পুজোর বাজারে আগুন, বাড়ল সবজির ও ফলের দামও

Saraswati Puja  Market Price
Saraswati Puja Market Price

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাত পোহালেই বিদ্যার দেবী সরস্বতী পুজো (Saraswati Puja) ।করোনা পরিস্থিতির পর এবার সাড়ম্বরে পুজো হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে ফলের বাজার আগুন হওয়ায় পকেটে টান পড়ছে সাধারণ মানুষ থেকে পুজো উদ্যোক্তাদের। ফল কিনতে কার্যত হিমশিম খেতে হচ্ছে।সরস্বতী পুজোর আগে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ফল।  জানা গিয়েছে, কেজি দরে ১০০ টাকার নীচে কোনও ফল নেই। এক পুজো উদ্যোক্তা বলেন, ‘এবছর ফলের  ও ফুলের বাজারে দাম অনেকটাই চড়া।ফুলের জোগান কমছে কিন্তু সরস্বতী পুজো আর বিয়ের দৌলতে চাহিদা তুঙ্গে। নিট ফল, আকাশছোঁয়া দাম করন, গাঁদা, চেরি, দোপাটি বা ডালিয়ার।জুঁইয়ের সিজন পেরলে গেলে বিকল্প হিসেবে আজকাল করনের চাহিদা বাড়ে। ফলে দামও বাড়ে। সাধারণত করন ফুলের ২০টা মালার গোছ বিক্রি হয় ১২০০ টাকায়। এ বছর অগ্রহায়ণের বৃষ্টিতে জোগান কমে ২০ মালার গোছ বিকিয়েছে ১৬০০ টাকায়। সরস্বতী পুজোয় তা ১৮০০ থেকে দু'হাজারের মধ্যে ঘোরাফেলা করার সম্ভাবনা।

টোপা কুল ১৫০ টাকা

নারকেল কুল ২০০ টাকা

আপেল, পেয়ারা ১৫০টাকা

বেদানা ২০০ টাকা

শসা ও শাঁকালু ৪০-৬০ টাকা

গোটা সেদ্ধর সবজির জন্য

ছোট বেগুন ৮০ টাকা

রাঙা আলু ৮০ টাকা

সাদা সিম  ১০০ টাকা

এক ফল ও ফুল ব্যবসায়ীর বক্তব্য, তাঁদেরও এবার বেশি দাম দিয়ে পাইকারি মূল্যে ফল আনতে হয়েছে। তাই দাম একটু বেশি।

You might also like!