Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Business

2 years ago

Saraswati Puja 2023 : সরস্বতী পুজোর বাজারে আগুন, বাড়ল সবজির ও ফলের দামও

Saraswati Puja  Market Price
Saraswati Puja Market Price

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাত পোহালেই বিদ্যার দেবী সরস্বতী পুজো (Saraswati Puja) ।করোনা পরিস্থিতির পর এবার সাড়ম্বরে পুজো হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে ফলের বাজার আগুন হওয়ায় পকেটে টান পড়ছে সাধারণ মানুষ থেকে পুজো উদ্যোক্তাদের। ফল কিনতে কার্যত হিমশিম খেতে হচ্ছে।সরস্বতী পুজোর আগে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ফল।  জানা গিয়েছে, কেজি দরে ১০০ টাকার নীচে কোনও ফল নেই। এক পুজো উদ্যোক্তা বলেন, ‘এবছর ফলের  ও ফুলের বাজারে দাম অনেকটাই চড়া।ফুলের জোগান কমছে কিন্তু সরস্বতী পুজো আর বিয়ের দৌলতে চাহিদা তুঙ্গে। নিট ফল, আকাশছোঁয়া দাম করন, গাঁদা, চেরি, দোপাটি বা ডালিয়ার।জুঁইয়ের সিজন পেরলে গেলে বিকল্প হিসেবে আজকাল করনের চাহিদা বাড়ে। ফলে দামও বাড়ে। সাধারণত করন ফুলের ২০টা মালার গোছ বিক্রি হয় ১২০০ টাকায়। এ বছর অগ্রহায়ণের বৃষ্টিতে জোগান কমে ২০ মালার গোছ বিকিয়েছে ১৬০০ টাকায়। সরস্বতী পুজোয় তা ১৮০০ থেকে দু'হাজারের মধ্যে ঘোরাফেলা করার সম্ভাবনা।

টোপা কুল ১৫০ টাকা

নারকেল কুল ২০০ টাকা

আপেল, পেয়ারা ১৫০টাকা

বেদানা ২০০ টাকা

শসা ও শাঁকালু ৪০-৬০ টাকা

গোটা সেদ্ধর সবজির জন্য

ছোট বেগুন ৮০ টাকা

রাঙা আলু ৮০ টাকা

সাদা সিম  ১০০ টাকা

এক ফল ও ফুল ব্যবসায়ীর বক্তব্য, তাঁদেরও এবার বেশি দাম দিয়ে পাইকারি মূল্যে ফল আনতে হয়েছে। তাই দাম একটু বেশি।

You might also like!