Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Business

1 year ago

Price of vegetables are rising:নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ঊর্ধ্বমুখী, মূল্যবৃদ্ধিতে জেরবার মধ্যবিত্ত

Price of vegetables are rising
Price of vegetables are rising

 

কলকাতা, ৯ জুলাই : নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামবৃদ্ধি নিয়ে জেরবার আম জনতা। সব্জির বাজারে কার্যত ছ্যাঁকা দিচ্ছে টমেটো, ফুলকপি, আদা, রসুন প্রভৃতির দাম। বেশ দাম বেড়েছে আলু ও পেঁয়াজেরও। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধিতে জেরবার মধ্যবিত্ত। মঙ্গলবার কলকাতার বিভিন্ন বাজারে বেগুন বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি দরে, টমেটো ৮০ টাকা।

নিত্যপ্রয়োজনীয় সামগ্রী-সহ সব্জির দাম এতটাই বেশি যে, ক্রমশ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। সামান্য সব্জি কিনতেই পকেট ফাঁকা। উচ্ছে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি দরে, ঢেঁড়শ ৮০, পটল ৫০, পেঁপে ৫০ টাকা কেজি। চন্দ্রমুখী আলু ৪০-৪৫ টাকা। মূল্যবৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

You might also like!