Breaking News

 

Business

1 year ago

LPG Price : সিলিন্ডারের দাম কমল অনেকটাই, স্বস্তিতে জনতা

LPG cylinder has been cut by Rs 36
LPG cylinder has been cut by Rs 36

 

নয়াদিল্লি, ১ আগস্ট : আগস্ট মাসের শুরুতেই একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। দেশজুড়ে একধাক্কায় ৩৬.৫০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। ফলে স্বস্তি পেলেন হোটেল ও রেস্তোরাঁর ব্যবসায়ীরা। তবে, গৃহস্থের হেঁশেলে ব্যবহারের রান্নার গ্যাসের দাম অবশ্য এই দফায় কমেনি। এর আগে জুন ও জুলাই মাসের শুরুতেও কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। পরপর তিন মাস সস্তা হল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম।

দিল্লিতে ৩৬ টাকা কমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ১,৯৭৬.৫ টাকা (আগে এই দাম ছিল ২০১২.৫০ টাকা)। কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমে হয়েছে ১,৯৭৬ টাকা, মুম্বইয়ে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমে হয়েছে ১,৯৩৬.৫০ টাকা, চেন্নাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে দাঁড়াল ২,১৪১ টাকা। প্রসঙ্গত, বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও, এই দফায় গৃহস্থের ব্যবহারের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অবশ্য একই থাকছে।


You might also like!