Business

1 year ago

Gold Price hike : ফের দাম বাড়ল সোনা ও রুপোর

Gold and silver price hike
Gold and silver price hike

 

কলকাতা, ১৭ আগস্ট  : একদিন আগে দাম কমলেও বুধবার দেশের বাজারে দাম বাড়ল সোনা ও রুপোর৷ বিশ্ববাজারে দাম বাড়তে থাকায় তার প্রভাব বুধবার দেশের বাজারেও পড়তে শুরু করেছে ৷ এর জেরে সোনার দাম আবারও ৫২ হাজার টাকার আশপাশে পৌঁছে গিয়েছে ৷

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন সকালে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ৬০ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫১,৮৯৭ টাকা হয়ে গিয়েছে। এদিন মার্কেট খোলার সময় সোনার দাম ৫১,৮৪৩ টাকা ছিল কিন্তু চাহিদা বাড়তে থাকায় শীঘ্রই এর দাম ৫১,৯০০ টাকা হয়ে যায়৷

দাম বেড়েছে রুপোরও - সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও৷ এমসিএক্সে রুপোর দাম ১৬৫ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৭৮৩০ টাকা হয়ে গিয়েছে৷ বাজার খোলার সময় রুপোর দাম ছিল ৫৫,৭৭৬ টাকা৷ কিন্তু চাহিদা বাড়তে থাকায় শীঘ্রই দাম বেড়ে ৫৭৮০০ পেরিয়ে গিয়েছে৷

দাম বেড়েছে বিশ্ব বাজারেও- সোনা ও রুপোর দাম এদিন বিশ্ব বাজারেও বেড়েছে ৷ মার্কিন বাজারে সোনার বর্তমান দাম ১৭৭৮.৭৮ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে যা আগের দিনের থেকে ০.১৭ শতাংশ বেশি৷ একই ভাবে রুপোর বর্তমান দাম ০.২৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২০.১৯ ডলার।

দাম বেড়েছে বিশ্ব বাজারেও- সোনা ও রুপোর দাম এদিন বিশ্ব বাজারেও বেড়েছে ৷ মার্কিন বাজারে সোনার বর্তমান দাম ১৭৭৮.৭৮ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে যা আগের দিনের থেকে ০.১৭ শতাংশ বেশি। একই ভাবে রুপোর বর্তমান দাম ০.২৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২০.১৯ ডলার।


You might also like!