Business

1 year ago

Gautam Adani list of 20 richest people in world: হু হু করে বাড়ছে সম্পত্তি! বিশ্বের ২০ ধনী ব্যক্তিদের তালিকায় গৌতম আদানি

Gautam Adani The Bussiness Tycon of India
Gautam Adani The Bussiness Tycon of India

 

নয়াদিল্লি, ২৫ মেঃ  বিশ্বের ধনকুবেরদের তালিকায় বড়সড় রদবদল। হিন্ডেনবার্গ ধাক্কা কাটিয়ে দুর্দান্ত কামব্যাক করলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। আদানি গ্রুপের শেয়ারের ব্যাপক ভাবে উত্থানের পরেই আবারও একবার বিশ্ব ধনীদের তালিকায় ২০ নম্বরের ভিতরে নিজের নাম নথিভুক্ত করলেন গৌতম আদানি।

গত তিন দিনে হু হু করে বেড়েছে ভারতের দ্বিতীয় ধনীতম ব্যক্তির সম্পত্তি। সংস্থার শেয়ার চাঙ্গা হতেই স্বমহিমায় ফিরছেন তিনি। গৌতম আদানির মোট সম্পদ প্রায় ৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে ৬৪.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে। ফের বিশ্বের সেরা ২০ বিলিয়নেয়ারের তালিকায় প্রবেশ করলেন আদানি গ্রুপের চেয়ারম্যান বিলিয়নেয়ার গৌতম আদানি। বর্তমানে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে তিনি বিশ্বের ১৮তম ধনী ব্যক্তি।

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর থেকে আদানি গ্রুপের বিভিন্ন সংস্থার শেয়ার ব্যাপক হারে হ্রাস পেয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় শীর্ষ ২০ থেকে ছিটকে যান গৌতম আদানি। গৌতম আদানির নেট ওয়ার্থ প্রায় ১৫৪ বিলিয়ন মার্কিন ডলার। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি ছিলেন। তবে, হিন্ডেনবার্গ রিপোর্টের অভিযোগের পর থেকে তাঁর সংস্থাগুলির শেয়ার দর কমতে শুরু করে। আর সেই কারণে ২০২৩ সালের শুরু থেকে তিনি শেয়ার মূল্যে প্রায় ৫৬.৪ বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছেন। জিকিউজি পার্টনারদের নতুন বিনিয়োগ সহ কিছু বেশ কিছু কারণে চলতি সপ্তাহে আদানি গ্রুপের শেয়ার দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার, মোট ১০টি আদানি গ্রুপের স্টকের সামগ্রিক বাজার মূলধন এক দিনেই ৬৩,৪১৮.৮৫ কোটি টাকা বেড়েছে। মোট বাজার মূলধনের অঙ্ক দাঁড়িয়েছে ১০.১৬ লক্ষ কোটি টাকারও বেশি। কিন্তু হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের আগে ২৪ জানুয়ারি নাগাদ আদানি গ্রুপের শেয়ারের সর্বোচ্চ মূল্য ছিল ১৯.২০ লক্ষ কোটি টাকা। সেই তুলনায় এটি এখনও যথেষ্ট কম।

You might also like!