West Bengal

1 year ago

WB Govt. submitted review petition : ডিএ নিয়ে নয়া জটিলতা, হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানাল রাজ্য

WB Govt. submitted review petition
WB Govt. submitted review petition

 

কলকাতা, ১২ আগস্ট : মহার্ঘভাতা নিয়ে হাইকোর্টের দেওয়া পুরনো নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানাল রাজ্য সরকার। গত মে মাসে হাই কোর্ট সরকারকে নির্দেশ দিয়েছিল সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে। শুক্রবার হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে রাজ্য একটি রিভিউ পিটিশন দাখিল করেছে। রাজ্য সরকার আর্জি জানিয়েছে, আদালত যেন ওই নির্দেশ পুনর্বিবেচনা করে দেখে।

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিএ) দিতে হবে, এই দাবিতে দীর্ঘদিন আইনি লড়াই রাজ্যের সরকারি কর্মীরা। গত ২০ মে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্যকে। যার জেরে রাজ্যকে সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হত। কিন্তু সেই রায়ের পর আড়াই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি। অবশেষে শুক্রবার তারা হাই কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাল।

পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে স্যাটে ২০১৬ সালে মামলা করে কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। পশ্চিমবঙ্গ সরকার মাঝে ডিএ বাড়ালেও এখনও কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা ৩১ শতাংশ কম পান। বর্ধিত হারে ডিএ দেওয়ার দাবিতেই আদালতের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মচারীদের সংগঠন।

You might also like!