Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

West Bengal

3 years ago

Trawler sinks in Bay of Bengal : বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১৮জন মৎস্যজীবী

Trawler sinks in Bay of Bengal 18 fishermen missing
Trawler sinks in Bay of Bengal 18 fishermen missing

 

কাকদ্বীপ, ১৯ আগস্ট : বঙ্গোপসাগরে ফের ট্রলার ডুবি। এম ভি সত্য নারায়ণ নামে একটি মাছ ধরার ট্রলার চড়ায় ধাক্কা লেগে ডুবে গিয়েছে বঙ্গোপসাগরে। দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন ট্রলারে থাকা ১৮জন মৎস্যজীবী। ইতিমধ্যেই এই ঘটনায় উপকূলরক্ষী বাহিনী উদ্ধারকার্য শুরু করে দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ মৎস্যজীবীদের বাড়ি ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমা এলাকার নামখানা, পাথরপ্রতিমা, সাগর ও কাকদ্বীপ এলাকায়। গত মঙ্গলবার তাঁরা সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। আবহাওয়া বদলের সতর্কবার্তা পেয়ে দ্রুত ফেরতে গিয়ে এদিন সকালে দুর্ঘটনার মুখে পড়েন ওই মৎস্যজীবীরা।

ট্রলার ডুবির খবর পেয়েও শুক্রবার সকালে নামখানা থেকে বেশ কয়েকটি ট্রলার রওয়ানা দিয়েছে দুর্ঘটনাস্থলের দিকে। খবর যায় উপকূলরক্ষী বাহিনীর কাছেও। তাঁরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করার বার্তা দেন। কিন্তু সাগর উত্তাল হয়ে উঠেছে তাই দুর্ঘটনাস্থলের কাছে পৌঁছেও উদ্ধারকার্য চালাতে ব্যাহত হতে হচ্ছে বলে উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সাগরে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে যারা সাগরে মাছ ধরতে গিয়েছিল তাঁদেরও দ্রুত ফিরে আসার বার্তা দেওয়া হয়েছিল। সেই মতো বৃহস্পতিবার রাতের মধ্যেই সাগরের বুকে মাছ ধরতে যাওয়া সব ট্রলার ফিরে আসে। কিন্তু এম ভি সত্য নারায়ণ নামে ওই ট্রলারটি দেরিতে বার্তা পাওয়ায় ফিরতেও দেরি করে। এদিন সকালে তা সাগরের বুকে একটি চড়ায় ধাক্কা লেগে ডুবে যায়। সেই ট্রলারে থাকা ১৮জন মৎস্যজীবীই তারপর থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন।


You might also like!