West Bengal

1 year ago

Garchumu: গড়চুমুকে বেআইনি ভাবে কাটা হচ্ছে নদীর পাড়!প্রশ্ন করতেই রুদ্রমূর্তি রিসর্ট মালকিনের

The river bank is being illegally cut in Garchumu (File picture)
The river bank is being illegally cut in Garchumu (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাওড়া শ্যামপুর ২ নম্বর ব্লকের গড়চুমুক এই এলাকায় দামোদরের ধারে রিসর্ট তৈরি করেছেন এলাকারই ব্যবসায়ী দুলাল দাস। অভিযোগ, তিনি রিসর্টের বাগানের গাছে জল দেওয়ার জন্য নদী পাড় কাটছেন। শুধু তাই নয়, পাড় কেটে রিসর্টের কাছে আনার চেষ্টা করছেন। এলাকার প্রশাসনের নির্দেশ ছাড়াই কীভাবে এই কাজ করছেন প্রশ্ন করতেই কার্যত ক্ষুব্ধ হয়ে উঠলেন মালিকের স্ত্রী। সাংবাদিকদের হুমকি দিয়ে বললেন, “রিসোর্ট থেকে বেড়িয়ে যান। নচেত কুকুর ছেড়ে দেব।”

ব্যবসায়ী দুলাল দাসের স্ত্রীর এই ব্যবহারে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নদেবাসী জানা বলেন, “ঘটনার কথা আমি জানতাম না। আমি বিডিও এবং বিএলআরও কে জানাব। যদি এইভাবে কেউ নদীর পাড় কাটে তাহলে তা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You might also like!