West Bengal

1 year ago

The Chief Minister visit to North Bengal : সোমবার তিন দিনের উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee  CM of WB
Mamata Banerjee CM of WB

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নবান্ন সূত্রে খবর,আগামী সোমবার তিন দিনের উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার দুপুরে বিশেষ বিমানে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হতে পারেন। তবে মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত সফর প্রসঙ্গে এখনও বিস্তারিত কিছুই জানায়নি নবান্ন। তবে উত্তরবঙ্গ সফর শেষ করে আগামী বৃহস্পতিবার তিনি কলকাতায় ফিরতে পারেন বলেই সূত্রের খবর। 

আসন্ন পঞ্চায়েত ভোট কে লক্ষ্য করেই যে মুখ্যমন্ত্রীর এই জেলা সফর তা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর এই সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বেশ কিছু প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন। পঞ্চায়েত নির্বাচনের আগে এটাই তাঁর শেষ উত্তরবঙ্গ সফর হতে পারে। এর আগে গত মে মাসেই মালদহ ও মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা। বৈঠকের পর ইংরেজবাজারে মুখ্যমন্ত্রী তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতেও যোগ দিয়েছিলেন।তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সভাতেও তিনি বক্তৃতা করেছিলেন। তবে তাঁর এ বারের প্রস্তাবিত সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি না-ও থাকতে পারে।

You might also like!