West Bengal

1 year ago

Sukanta Majumdar : কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে সুকান্ত-শুভেন্দুর সম্ভাব্য বৈঠক আগামী ১৯শে

Sukanta-Shubendu's possible meeting with the Uni
Sukanta-Shubendu's possible meeting with the Uni

 

কলকাতা, ৮ ডিসেম্বর : কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর কাছ থেকে সময় চাইলেন বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১৯ ডিসেম্বর রাজ্য বিজেপির এই দুই নেতা একত্রে গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করবেন। সুকান্তবাবুর দাবি, পঞ্চায়েতস্তরে চুরি ঠেকাতেই মন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন। সূত্রের খবর, একশো দিনের রাজ্যের পাওনা অর্থ মিটিয়ে দেওয়ায় কেন্দ্র রাজি হওয়ায় অর্থ আটকানোর চেষ্টায় ওই বৈঠকে বসতে চায়।

বুধবারই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে ফোন করেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং। আশ্বাস দেন বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার। দীর্ঘদিন ধরেই ১০০ দিনের কাজের পাওনা অর্থ আটকে রেখেছে কেন্দ্র। বকেয়া অর্থের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের মন্ত্রী। অবশেষে পাওনা অর্থ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের মন্ত্রীকে ফোন করেন গিরিরাজ সিং। যদিও বিষয়টি মন থেকে মানতে পারছে না বঙ্গ বিজেপির নেতারা।

সুকান্তবাবু জানান, পঞ্চায়েতস্তরে ১০০দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে তা প্রমাণিত। অনেক পঞ্চায়েত প্রধান অর্থ ফেরতও দিয়েছেন। রাজ্যকে পাওনা অর্থ দিলে তাঁদের আপত্তি নেই। কিন্তু সেই টাকা যাতে হাত ঘুরে তৃণমূল নেতাদের হাতে না যায় সেই আবেদন করতেই কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


You might also like!