West Bengal

1 year ago

South 24 Parganas: ফর্ম ফিলাপের জন্য অতিরিক্ত টাকা নেওয়ায় অভিযুক্ত একাধিক স্কুল, দ ২৪ পরগণায় বিক্ষোভ অভিভাবকদের

Parents protest in multiple schools, 24 Parganas accused of charging extra money for form fill
Parents protest in multiple schools, 24 Parganas accused of charging extra money for form fill

 

সাগর, ৯ ডিসেম্বর : মাধ্যমিকের ফর্মফিলাপের জন্য সরকার নির্ধারিত টাকা ২৫০। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের একাধিক স্কুলের বিরুদ্ধে সরকার নির্ধারিত টাকার থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। ১৬০০ থেকে ২৬০০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পড়ুয়া থেকে অভিভাবকদের। টেস্ট পরীক্ষার অনুত্তীর্নদের ফর্মফিলাপের জন্য আবার সবচেয়ে বেশি টাকা নিচ্ছে স্কুলগুলি। নটেন্দ্রপুর নগেন্দ্রনাথ হাইস্কুল ও কোম্পানিরচর মহেশ্বরী হাইস্কুলে বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। অতিরিক্ত টাকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। কিন্তু অনেক অভাবী পড়ুয়ার পরিবার এককালীন এই টাকা দিতে অপারগ। বৃহস্পতিবার সকাল থেকেই অভবিভাবকদের বড় অংশ নটেন্দ্রপুর নগেন্দ্রনাথ হাইস্কুলের শিক্ষকদের ঘেরাও করে রাখে। স্কুলে উত্তেজনা চরমে ওঠে। গভীর রাত পর্যন্ত ঘেরাও থাকার পর গঙ্গাসাগর কোষ্টাল থানার পুলিশ গিয়ে শিক্ষকদের বাড়ি ফেরান। স্কুলগুলি অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েও কোচিংয়ের দোহাই দিয়েছেন শিক্ষকেরা। আগামী তিন মাস পরীক্ষার্থীদের কোচিং দেবে স্কুল। স্থানীয়রা স্কুলে এই কোচিং দেবে। তাঁদের সাম্মানিকের জন্য পড়ুয়াদের জন্য এই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে সাফাই স্কুলের। কিন্তু প্রশ্ন উঠেছে স্কুল কিভাবে এটা করতে পারে তা নিয়ে।

You might also like!