West Bengal

1 year ago

Attacked On ED:সন্দেশখালিতে আক্রান্ত ইডি-র আধিকারিকরা, ভাঙচুর করা হয়েছে গাড়িতে

Enforcement Directorate (ED) officials were attacked in Sandeshkhali in North 24 Parganas.
Enforcement Directorate (ED) officials were attacked in Sandeshkhali in North 24 Parganas.

 

উত্তর ২৪ পরগনা, ৫ জানুয়ারি : রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে আক্রান্ত হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা। ভাঙচুর করা হয়েছে ইডি-র আধিকারিকদের গাড়িতে। এক ইডি আধিকারিক জানিয়েছেন, ৮ জন ঘটনাস্থলে আসে, আমাদের অপর হামলা চালানো হয়। মারমুখী জনতার রোষে পড়ে ঘটনাস্থল ছাড়েন ইডি-র আধিকারিকরা।

ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। রেশন বণ্টন দুর্নীতির মামলাকে কেন্দ্র করে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি। সেই বাড়ি তালাবন্ধ ছিল। ডাকাডাকির পরেও সাড়া মেলেনি। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডি-র তদন্তকারী আধিকারিকরা। সেই সময়েই বেশ কয়েক জন স্থানীয় ঘটনাস্থলে পৌঁছে যান। তারা নিজেদের তৃণমূল নেতার অনুগামী পরিচয় দিয়ে ইডি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কেন্দ্রীয় বাহিনীর জনওয়ানদেরও ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। ইট-পাটকেল হাতে রাস্তায় নামেন বেশ কয়েক জন। কয়েকটি রাস্তা অবরোধ করা হয়েছে। টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগও উঠেছে তৃণমূলের কয়েক জন কর্মী-সমর্থকের বিরুদ্ধে। বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে।

ইডি-র আধিকারিকদের ওপর হামলা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার বলেছেন, "তাদের সকলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। ইডি পদক্ষেপ নেবে এটাই তো স্বাভাবিক। সন্দেশখালিতে ইডি-র ওপর হামলা এটাই বুঝিয়ে দিচ্ছে যে, রোহিঙ্গারা কীভাবে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছে।"


You might also like!