West Bengal

5 months ago

Baghdad:বাগদায় বুথ দখল, ছাপ্পার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Occupying the booth in Baghdad, Chappa's complaint against the Trinamool
Occupying the booth in Baghdad, Chappa's complaint against the Trinamool

 

বাগদা, ১০ জুলাই  : বাগদা বিধানসভার একাধিক এলাকায় বুথ দখল করে দেদার ছাপ্পা দিয়েছে তৃণমূল! বুধবার উপনির্বাচনে এই অভিযোগ তুলল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, ডিহলদহ সহ একাধিক এলাকায় দেদার ছাপ্পা দিয়েছে তৃণমূল। বিজেপির অভিযোগ, বুথের ভেতর একাধিক বহিরাগতদের জমায়েত হয়েছিল। ঘটনার প্রতিবাদ করলেই উত্তেজনার সৃষ্টি হয়।

উল্লেখ্য, বুধবার দেশের ৭টি রাজ্যের ১৩টি বিধানসভা আসনে উপ-নির্বাচন। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্র। এই চারটি কেন্দ্র হল, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। বুধবার সকাল ৭টায় শুরু হয় ভোটগ্রহণ। ভোটগণনা হবে ১৩ জুলাই (শনিবার)। ২০২১ সালের বিধানসভা ভোটে রানাঘাট, বাগদা, রায়গঞ্জ কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। আর মানিকতলায় তৃণমূল। কিন্তু বাগদা কেন্দ্রে জয়ী বিশ্বজিৎ দাস এবং রায়গঞ্জ কেন্দ্রে জয়ী কৃষ্ণ কল্যাণী পরে তৃণমূলে যোগ দেন। বিজেপি প্রার্থী হিসাবে রানাঘাটে জয়ী হওয়া মুকুটমণি অধিকারী লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন। এই তিন জনকেই লোকসভায় প্রার্থী করে তৃণমূল। বিশ্বজিৎ বনগাঁ, কৃষ্ণ রায়গঞ্জ এবং মুকুটমণি রানাঘাট কেন্দ্রে জোড়াফুলের প্রার্থী হন। যদিও তিন জনেই পরাজিত হন।

You might also like!