West Bengal

1 day ago

Murshidabad: কুয়ে নদীর জলে প্লাবিত মুর্শিদাবাদের আঙারপুর গ্রাম, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

Murshidabad's Angarpur village inundated by the water of Kue river
Murshidabad's Angarpur village inundated by the water of Kue river

 

মুর্শিদাবাদ, ১৭ সেপ্টেম্বর : স্লুইস গেট ভেঙে কুয়ে নদীর জলে প্লাবিত হয়ে গেল মুর্শিদাবাদের ভরতপুর থানার অধীনস্থ আঙারপুর গ্রামের একাংশ। জলমগ্ন হয়েছে ওই এলাকার কৃষিজমি থেকে কিছু ঘর-বাড়িও। স্থানীয় বাসিন্দারা জানান, স্লুইস গেট ভেঙে যাওয়ায় সোমবার গভীর রাত থেকে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত, সেচ দফতরের দিকে আঙুল তুলেছে।

পঞ্চায়েতের অভিযোগ, স্লুইস গেট অনেকদিন ধরেই খারাপ ছিল। সেচ দফতরকে তা জানানো হয়েছিল। কিন্তু মাটির বস্তা দিয়ে অস্থায়ীভাবে মেরামতি করেছিল তারা। স্থায়ীভাবে সমস্যার কোনও সমাধান করা হয়নি। যার ফলে সোমবার গভীর রাতে মাটির বস্তা সরে গিয়ে কুয়ে নদীর জল ওই এলাকায় ঢুকে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকার চাষীরা।

You might also like!