West Bengal

2 hours ago

Siliguri-Mirik Landslide: মিরিকে ধস, শিলিগুড়ি-মিরিক রাস্তা বন্ধ

Siliguri-Mirik Landslide
Siliguri-Mirik Landslide

 

শিলিগুড়ি, ৫ অক্টোবর : উত্তরবঙ্গে বৃষ্টিতে প্রবল বিপর্যয়। ভারী বৃষ্টির জেরে একাধিক এলাকায় ধস। পাহাড়ের পরিবহণ ব্যবস্থায় বিপদ ডেকে এনেছে দুধিয়া সেতুর ভেঙে পড়াও। শনিবার রাতে প্রবল বৃষ্টিতে এই লোহার সেতুর একাংশ ভেঙে যাওয়ায় শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ ছিন্ন হয়েছে। মিরিকে ধসে চাপা পড়ে কমপক্ষে ২ শিশুর মৃত্যুর খবর মিলেছে। শিলিগুড়ি থেকে বিচ্ছিন্ন পাহাড়। বন্ধ দার্জিলিং-কালিম্পং এর রাস্তা। শিলিগুড়ি-কালিম্পং রাস্তাও বন্ধ।

You might also like!