West Bengal

4 months ago

Adhirranjan Chowdhury:২৫ লক্ষ টাকা দিলেই টুকলি করে ডাক্তার হয়ে যাচ্ছে, মন্তব্য অধীরের

Adhirranjan Chowdhury
Adhirranjan Chowdhury

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- শিক্ষার মতো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়েছে বলে অভিযোগ করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ, কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় রাজ্যের চারিদিকে টুকলি করা ডাক্তারের ছড়াছড়ি বলে গুরুতর অভিযোগ এনেছেন তিনি।

ময়নাগুড়ি বাজারে কংগ্রেসের প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন অধীরবাবু। সেখানে তিনি বলেন, "উত্তরপত্র পৌঁছে দেওয়া হবে, সেখানে টুকলি করতে কেউ বাধা দেবে না, আপনাকে বলবে ২৫ লক্ষ টাকা দিতে হবে, আপনি ডাক্তার! আমি নয়, সরকারি হাসপাতালের সিনিয়র ডাক্তাররা বলছেন, এমন অনেককে দেখছি, ঘুষের বিনিময়ে তাঁদের ডাক্তার করে দেওয়া হচ্ছে।"

অধীরবাবুর দাবি, "এরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম চেনে না। ব্লাড প্রেশার মাপতে জানে না। রোগের কারণ, রোগ কী তাও জানে না।" তিনি প্রশ্ন তোলেন, ''তাহলে আমার আপনার ভবিষ্যত কী? এরাই তো গ্রাম বাংলার সরকারি হাসপাতালে চিকিৎসা করতে আসবে। যাঁরা নিজেরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চেনে না , তাঁরা আমার আপনার কী চিকিৎসা করবে?"খানিক থেমে জবাবও দেন নিজেই। কটাক্ষের সুরে বলেন, "ঘাড়ে ব্যথা করছে বলবে আপনার মাথায় গ্যাস্ট্রিক হয়েছে! পেট ব্যথা নিয়ে তাদের কাছে গেলে সে হয়তো আপনাকে বলবে তলপেটে নিমুনিয়া হয়েছে! কোথায় চলেছি আমরা, একটু ভাবুন। জমি, সম্পত্তি বিক্রি করে ডাক্তারি পড়াচ্ছেন কিন্তু আপনি জানেন না, শিক্ষার মতো এখন ঘুষ দিয়ে ডাক্তারি ডিগ্রি কিনতে হচ্ছে।"

প্রসঙ্গত, আর জি করে ডাক্তারি ছাত্রী খুনের সূত্র ধরেই রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে বিস্তর দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। কোনও কোনও মহলের তরফে,দাবি করা হচ্ছে, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ওই দুর্নীতি জানতে পারার জন্যই নাকি দ্বিতীয় বর্ষের ওই ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ-হত্যা করা হয়েছে। আদালতের নির্দেশে মেডিক্যাল দুর্নীতিরও তদন্ত করছে সিবিআই।

You might also like!