West Bengal

1 year ago

Howrah-Digha Kandari Express : সোমবার থেকে ফের চালু হচ্ছে হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস, চালানো হবে আরও ৩ ট্রেন

Howrah-Digha Kandari Express-resume-from-Monday
Howrah-Digha Kandari Express-resume-from-Monday

 

কলকাতা, ৩১ জুলাই  : ফের চালু হতে চলেছে হাওড়া-দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস। আগামীকাল সোমবার থেকে শুরু হবে পরিষেবা। প্রতিদিন চলবে ট্রেন। সেইসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আরও তিন জোড়া ট্রেন চালু করা হচ্ছে। যা আগস্টের প্রথম ১০ দিনের মধ্যে চালু হয়ে যাবে।

• ২২৮৯৭ হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস: প্রতিদিন দুপুর ২ টো ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। বিকেল ৫ টা ৫০ মিনিটে দিঘায় পৌঁছাবে। আগামীকাল (১ আগস্ট) থেকে পরিষেবা শুরু হবে।• ২২৮৯৮ দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস: প্রতিদিন সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে দিঘা থেকে ছাড়বে। রাত ৯ টা ৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। আগামীকাল (১আগস্ট) থেকে শুরু হবে পরিষেবা।

হাওড়া-দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস ছাড়াও তিন জোড়া ট্রেন ফের চালু করতে চলেছে দক্ষিণ-পূর্ব রেল। সেগুলি হল - • ২২৮৩০ শালিমার-ভূজ এক্সপ্রেস: আগামী ৬ আগস্ট থেকে চলবে। প্রতি শনিবার হাওড়া থেকে রাত ৮ টা ২০ মিনিটে ছাড়বে। তৃতীয় দিন দুপুর ২ টো ৪৫ মিনিটে ভূজে পৌঁছাবে।• ২২৮২৯ ভূজ-শালিমার এক্সপ্রেস: প্রতি মঙ্গলবার ভূজ থেকে দুপুর ৩ টে ৫ মিনিটে ছাড়বে। তৃতীয় দিন সকাল ৯ টা ৩০ মিনিটে শালিমারে পৌঁছাবে। আগামী ৯ অগস্ট থেকে পরিষেবা শুরু হবে।• ১৮০০৯ সাঁতরাগাছি-আজমেঢ় এক্সপ্রস: আগামী ৫ আগস্ট থেকে শুরু হবে পরিষেবা। প্রতি শুক্রবার দুপুর ১ টায় সাঁতরাগাছি থেকে ছাড়বে। তৃতীয় দিন ভোর ৪ টে ৫৫ মিনিটে আজমেঢ়ে পৌঁছাবে।• ১৮০১০ আজমেঢ়-সাঁতরাগাছি এক্সপ্রস: ৭ আগস্ট থেকে পরিষেবা শুরু হবে। প্রতি রবিবার রাত ১১ টা ৩০ মিনিটে আজমেঢ় থেকে ছাড়বে। তৃতীয় দিন দুপুর ২ টো ৩০ মিনিটে সাঁতরাগাছিতে পৌঁছাবে।• ২০৮২৮ সাঁতরাগাছি-জব্বলপুর হামসফর একপ্রেস: ৩ আগস্ট থেকে পরিষেবা শুরু হবে। প্রতি বুধবার রাত ৮ টা ৩৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে। জব্বলপুরে পৌঁছাবে পরদিন দুপুর ৩ টেয়।• ২০৮২৭ জব্বলপুর-সাঁতরাগাছি হামসফর একপ্রেস: ৪ আগস্ট থেকে শুরু হবে পরিষেবা। প্রতি বৃহস্পতিবার রাত ৮ টা ৩৫ মিনিটে জব্বলপুর থেকে ছাড়বে। পরদিন দুপুর ৩ টে ৩০ মিনিটে সাঁতরাগাছিতে পৌঁছাবে।

You might also like!