West Bengal

4 months ago

NF Rail :বিভিন্ন দাবি নিয়ে এনএফ রেলের জিএম সকাশে অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জারস ফেডারেশন

NF Rail
NF Rail

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-   বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কথা বলতে আজ  গুয়াহাটির মালিগাঁওয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করেছে অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জারস ইউজারস ফেসিলিটিস ফেডারেশন (এআইআরপিইউএফএফ।

ফেডারেশনের সভাপতি পণ্ডীত সঞ্জীবনারায়ণ দাশের নেতৃত্বে এক প্রতিনিধি দল মালিগাঁওয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সদর দফতরে গিয়ে জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করে দূরপাল্লার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অত্যাধুনিক বগি সহ প্যান্ট্রি কারের ব্যবস্থা, ধর্মনগর (ত্রিপুরা) ও শিলচরের (অসম) মধ্যে দৈনিক ট্রেনের ব্যবস্থা করা, ভৈরবী ও গুয়াহাটির মধ্যে ট্রেন চলাচল শুরু করা, নাগাল্যান্ডের কোটায় ডিব্রুগড় পর্যন্ত যেভাবে রাজধানী এক্সপ্রেস চালানো হয় সেভাবে মণিপুরের কোটায় শিলচর পর্যন্ত রাজধানী এক্সপ্রেস চালানোর দাবি জানিয়েছে।

জেনারেল ম্যানেজার চেতনকুমার দাবিগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জারস ইউজারস ফেসিলিটিস ফেডারেশনের প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন, অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জারস ইউজারস ফেসিলিটিস ফেডারেশনের উপদেষ্টা হারাণ দে।

You might also like!