মুর্শিদাবাদ, ২৭ সেপ্টেম্বর : মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে ফের ভয়াবহ ভাঙন শুরু হয়েছে।বৃহস্পতিবার গভীর রাতেই একাধিক বাড়ি-সহ বেশ কিছু বড় বড় গাছ গঙ্গায় তলিয়ে গিয়েছে। রাত থেকেই আতঙ্কে এলাকা ছেড়ে পালাচ্ছেন আতঙ্কিত বাসিন্দারা। শুক্রবার সকালে আরও কয়েকটি বাড়ি তলিয়ে গিয়েছে। গঙ্গার জলস্তর বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। জলের স্রোতে গঙ্গার পাড় ভেঙে যাচ্ছে ক্রমাগত। রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। গঙ্গার জলস্তর যেভাবে বাড়ছে, তাতে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।