West Bengal

1 month ago

Abhishek Banerjee : শনিবার কেশপুরে জনসভা করবেন অভিষেক ব্যানার্জি, প্রস্তুতি তুঙ্গে

Abhishek Banerjee

 

কলকাতা, ৩ ফেব্রুনযারি : শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের আনন্দপুরে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর কেশপুরে অভিষেক এ-ই প্রথম জনসভা করতে চলেছেন। এই সমাবেশে রেকর্ড জমায়েত করার লক্ষ্যে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার নেতৃত্বে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলার নেতারা এক সপ্তাহের বেশি সময় ধরে প্রস্তুতি নিয়েছেন।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ গত একবছরে বাছাই করা জায়গায় সভা করেছেন। কেশপুরের যে মাঠে অভিষেকের জনসভা হবে, সেই জায়গা গত কয়েক দিন ধরে দফায় দফায় পরিদর্শন করেছেন তৃণমূল নেতারা। মানস ভুঁইয়া মেঘালয়ে তৃণমূলের ইন-চার্জ। কিন্তু কেশপুরে অভিষেকের এই জনসভার প্রস্তুতির জন্য মানস আপাতত মেঘালয়ে যাচ্ছেন না। কেশপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল একাধিক বার প্রকাশ্যে এসেছে। এই পটভূমিকায় কাল অভিষেকের সভা তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের অভিমত। মানসের কথায়, "এই সভা থেকে অভিষেক আগামী দিনে দলের পথ চলার দিশা নির্দেশ করবেন।"

You might also like!