
শ্রীনগর, ১২ ডিসেম্বর : কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা, শ্রীনগর ও পহেলগাম-সহ অধিকাংশ স্থানেই তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচেই। আগামী ২৪ ঘণ্টা জম্মু ও কাশ্মীরের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার পর থেকে কাশ্মীরের উঁচু পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে হতে পারে এই তুষারপাত। উত্তর ও মধ্য কাশ্মীরে মূলত হতে পারে তুষারপাত। সকালের দিকে কুয়াশার ঘনঘটা বাড়তে পারে।
