
সুরেন্দ্রনগর, ১১ ডিসেম্বর : গুজরাটের সুরেন্দ্রনগর জেলার পাটদি তালুকের নাভিয়ানি গ্রামের কাছে বুধবার রাতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে| ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন যুবক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, নাভিয়ানি গ্রামের কাছে একটি দ্রুতগামী গাড়ি সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কার অভিঘাত এতটাই তীব্র ছিল যে মোটরসাইকেল আরোহী তিন যুবকই ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ঘাতক গাড়ির চালক গাড়িটি নিয়ে পলাতক। স্থানীয়রা পুলিশে খবর দেন।
জানা যাচ্ছে, নিহতদের মধ্যে দুজন সম্পর্কে ভাই| তারা তাদের নতুন চাকরির জন্য যাচ্ছিলেন। তখনই নাভিয়ানির কাছে একটি গাড়ি তাদের ধাক্কা দেয়, এতে তিনজনেরই মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দাসাদার পুলিশ এক আধিকারিক ভি.জে. মালব্য জানিয়েছেন, একটি বাইকে থাকা তিন যুবক মারা গেছেন| প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাইকটিকে একটি গাড়ি (ট্রেলার) ধাক্কা মারে। নিহত তিনজনই এরওয়াদা গ্রামের বাসিন্দা।
