Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Country

1 hour ago

Gujarat Road Accident: গুজরাটের সুরেন্দ্রনগরে ট্রেলারের ধাক্কায় মৃত তিন যুবক

Gujarat Road Accident
Gujarat Road Accident

 

সুরেন্দ্রনগর, ১১ ডিসেম্বর : গুজরাটের সুরেন্দ্রনগর জেলার পাটদি তালুকের নাভিয়ানি গ্রামের কাছে বুধবার রাতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে| ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন যুবক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, নাভিয়ানি গ্রামের কাছে একটি দ্রুতগামী গাড়ি সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কার অভিঘাত এতটাই তীব্র ছিল যে মোটরসাইকেল আরোহী তিন যুবকই ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ঘাতক গাড়ির চালক গাড়িটি নিয়ে পলাতক। স্থানীয়রা পুলিশে খবর দেন।

জানা যাচ্ছে, নিহতদের মধ্যে দুজন সম্পর্কে ভাই| তারা তাদের নতুন চাকরির জন্য যাচ্ছিলেন। তখনই নাভিয়ানির কাছে একটি গাড়ি তাদের ধাক্কা দেয়, এতে তিনজনেরই মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দাসাদার পুলিশ এক আধিকারিক ভি.জে. মালব্য জানিয়েছেন, একটি বাইকে থাকা তিন যুবক মারা গেছেন| প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাইকটিকে একটি গাড়ি (ট্রেলার) ধাক্কা মারে। নিহত তিনজনই এরওয়াদা গ্রামের বাসিন্দা।

You might also like!