দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শহরজুড়ে বিশ্বকাপ ‘জ্বর’। রবিবার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। টিকিট নিয়ে চরম বিতর্ক দানা বেঁধেছে। টিকিট অমিলে উঠেছে কালোবাজারির অভিযোগ। এরইমধ্যে ক্রিকেটপ্রেমীদের জন্য বড় উদ্যোগ নিল রাজভবন।
রাজভবনের লনে স্ক্রিনের মাধ্যমে ৫০০ জনের জন্য ম্যাচ দেখার ব্যবস্থা করছে তারা। খোলা হচ্ছে ‘জনতা স্টেডিয়াম’। দুপুর ১২ টা থেকে ২টো পর্যন্ত সাধারণ মানুষের জন্য রাজভবনের গেট খোলা হবে। ‘প্রথমে এলে প্রথমে সুযোগ’-এর হিসাবে অর্থাৎ যিনি আগে আসবেন তিনি এই সুযোগ পাবেন। তার জন্য আগে থেকে ক্রিকেটপ্রমীদের অনলাইনে আবেদনও করতে হবে। প্রথমবার রাজভবনের তরফে এরকম উদ্যোগ।
কালোবাজারির অভিযোগে ২১ জনকে গ্রেফতারও করা হয়েছে। উদ্ধার হয়েছে ১২৭টি টিকিট। এ নিয়ে রাজনীতির আকচাআকচিও তুঙ্গে। তবে রাজভবনের বিশেষ উদ্যোগের প্রশংসা অনেকেরই মুখে। রাজভবনের তরফে aamnesaamne.rajbhavankolkata@gmail.com ইমেল আইডি দেওয়া হয়েছে। সেখানেই প্রবেশের জন্য আবেদন করতে হবে। সঙ্গে দিতে হবে আধার কার্ডের ছবি।