Video

1 year ago

Mamata Banarjee in Singur : রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের হাতে ইঁট গেঁথে শুভ সূচনা করলেন

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবারের বাজেটে ‘রাস্তাশ্রী’  প্রকল্পের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। গ্রামীণ এলাকায় ছোট, বড় মিলিয়ে মোট ১২ হাজার রাস্তার নির্মাণ ও সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছিল এই প্রকল্পে। মঙ্গলবার সিঙ্গুরের  রতনপুরে গিয়ে সেই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এদিন দেখা যায়, মুখ্যমন্ত্রী কর্নিক হাতে ইটের উপর বালি-সিমেন্ট মাখা দিয়ে রাস্তার কাজের সূচনা করছেন। রতনপুর মধ্যপাড়ায় এই অনুষ্ঠান ছিল খুবই সংক্ষিপ্ত। মিনিট দশেক সেখানে থেকে রতনপুর মাঠের উদ্দেশে রওনা দেন মমতা। সেখানে তাঁর সভা রয়েছে।

বাম জমানায় সিঙ্গুর আন্দোলনের মধ্যে দিয়ে বিরোধিতার ঝাঁঝ বাড়িয়েছিলেন মমতা। তাঁর জমি আন্দোলন গোটা দেশকে আন্দোলিত করে তুলেছিল। এখন যখন নানান অভিযোগে রাজ্য সরকার কিছুটা কোণঠাসা তখন সিঙ্গুর থেকেই রাস্তাশ্রীর সূচনা করলেন মুখ্যমন্ত্রী। অনেকের মতে, হয়তো আন্দোলিত এই সময়ে সিঙ্গুর থেকেই নতুন রাস্তায় হাঁটতে চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার এদিনের সভায় কী বলেন মুখ্যমন্ত্রী।


You might also like!