ছাগল চাষ করে স্বাবলম্বী হয়ে তাক লাগালো দম্পতি এবার ছাগল চাষ করে তাক লাগিয়ে দিল দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর এলাকার দম্পতি। কয়েক মাসের মধ্যে উত্থান যেন লটারি জেতার গল্পকে হার মানায়।সুন্দরবনের এলাকা পাথরপ্রতিমা, ওই ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতে দুস্থ দরিদ্র অসহায় মানুষ হিসাবে এক ডাকে যাদের নাম মনে পড়ে দেবল মাইতি এবং স্ত্রী মিতা মাইতি বর্তমানে প্রায় শতাধিক ছাগলের মালিক তারা। আজ থেকে মাত্র এক বছর আগের কথা, মাইতি দম্পতির পাঁচটি ছাগল নিয়ে পথ চলা শুরু, বর্তমানে শতাধিক ছাগল। বর্তমানে ব্লাক বেঙ্গল, বিটেল ,যমুনাপারি, বার্বারী,সিহোরি নামক প্রজাতির ছাগল চাষ করে মাসিক প্রায় চল্লিশ হাজার টাকায় লাভের মুখ দেখেছে দম্পতি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রশিক্ষণ যাওয়ার পর এই দম্পতি এখন নিজেরাই ছাগলের ভ্যাকসিন দেওয়া,রোগ বিবেচনা করে ওষুধ খাওয়ানো এমনকি পরিচর্যা করে আসছেন, ছাগল খাওয়ানোর জন্য পড়ে থাকা জায়গাতেই ডিপিএম জাতীয় ঘাস চাষ পর্যন্ত করা হয়েছে। উন্নত প্রযুক্তিতে ছাগল চাষের জন্য পাঁচ ফুট উচ্চতায় মাচান তৈরি করে খড়ের চাওনি ঘর তৈরি করে চলছে ছাগল চাষ। আগামী দিনে প্রায় হাজারের বেশি ছাগল চাষ করার চিন্তাভাবনা দিয়ে এগিয়ে চলেছে এই মাইতি দম্পতি।